রাজবাড়ী প্রতিনিধি
“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজবাড়ীতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
জেলা কারাগার সংলগ্ন দক্ষিণ পাশের মাঠ প্রাঙ্গণে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি ও খাদ্য সহায়তা বিতরণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সেক্রেটারি জেনারেল মোঃ আইয়ুব আলী হাওলাদার (বি.এ, এলএলবি)। এছাড়া উপস্থিত ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ খোকন শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কার শেখ।
প্রসঙ্গত, অনুষ্ঠানে ১শত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদা ছড়ি ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বক্তারা বলেন, এই আয়োজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। সমাজের সকলে যদি এভাবে এগিয়ে আসে, তাহলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন আরও সুন্দর ও সহজ হয়ে উঠবে।

