Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বর্ণাঢ্য র‍্যালি ও প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়, যেখানে নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, সাবেক সাধারণ সম্পাদক ভিপি কমর সেলিম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় বক্তব্য দেন— পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ লিটন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনী প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে যুবদল গণতান্ত্রিক অধিকার রক্ষা, ভোটাধিকারের লড়াই এবং রাষ্ট্রের সংকটকালীন মুহূর্তে নেতৃত্ব প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে দলের গণজোয়ার সৃষ্টি করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে নিরলসভাবে মাঠে কাজ করার প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।