ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ট্রাকচাপায় পথচারী ব্যবসায়ী নিহত হয়েছেন। সাথে থাকা কবির হোসেন (৫৮) নামের এক ব্যক্তিও গুরুতর আহত হয়েছন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে পথচারী ব্যবসায়ী আলম হোসেন (৫০)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দা নামক স্থানের ইউপি ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে আলম ও কবির রাস্তার পাশে দাড়ানো ছিলো। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকেই চাপা দেয়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে আলম নামের ব্যবসায়ী নিহত হন। নিহত এবং গুরুতর আহত কবির হোসেনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী আলমকে মৃত ঘোষণা করেন এবং কবিরের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহত নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে একজনকে ডাক্তার মৃত ঘোষণা এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি, তবে জোর চেষ্টা চালাচ্ছে। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.