নড়াইল প্রতিনিধি
রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক ৫,৮৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, এবং বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হরসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এ সুবিধা পাচ্ছেন।
কর্মসূচির মাধ্যমে কৃষকরা বিনামূল্যে গুণগতমানসম্পন্ন বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

