দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ এবং দৌলতপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মো. বেলাল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অব্দুল হালিম টম মাষ্টার এবং দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এরাজ্জাক।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজনরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দৌলতপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক পাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

