স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের ২-আসনে ধানের শীষ প্রতীকে গণজোয়ার সৃষ্টি করতে নড়াইল শহর এবং আদালত চত্বরে জাতীয়াতাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং এনপিপি’র চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯অক্টোবর)সকাল সাড়ে ১১ টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে এনপিপি’র শত শত নেতা-কর্মী ধানের শীষ হাতে নিয়ে শোভাযাত্রায় যোগ দেয়। পরে শোভাযাত্রাটি বের হয়ে আদালত চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি’র চেয়ারম্যান অ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন,এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য ও এনপিপি চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা কাজী শওকত আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা আবু মুসা,লোহাগড়া উপজেলা এনপিপি’র সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান,এনপিপি নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন।
আদালত চত্বরের পথসভায় ড.ফরিদুজ্জামান ফরহাদ বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশ কে সমৃদ্ধশালী হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে ধানের শীষে ভোট চান চাই।

