Nabadhara
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানি: মামলা দায়ের

ঝিনাইদহ প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

অভিযুক্তের নাম উজ্জ্বল মুসল্লি (৩০)। সে উপজেলার বড় তালিয়ান গ্রামের মৃত সাহাৎ মুসল্লির ছেলে। ভিকটিম শিক্ষার্থীর বাবা, একই গ্রামের সুভাষ চন্দ্র বসু, কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর বিকেলে ভিকটিম মেয়েটি প্রতিদিনের মতো স্কুল ও প্রাইভেট শেষে কোলাবাজার থেকে ব্যাটারিচালিত একটি ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিল। একই ভ্যানে ওঠে আসামি উজ্জ্বল মুসল্লি।

পথিমধ্যে পারখালকুলা গ্রামের শিব মন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছালে উজ্জ্বল মুসল্লি মেয়েটির বুকসহ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামি উজ্জ্বল ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। যাওয়ার সময় সে ভিকটিমকে হুমকি দিয়ে বলে যে, এই ঘটনা কাউকে জানালে তার পরিবারের সদস্যদের খুন করা হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার পরের দিন ভিকটিমের বাবা থানায় উজ্জ্বল মুসল্লিকে আসামি করে মামলা দায়ের করেন।

ওসি আরও বলেন, “ঘটনাটি জানাজানি হওয়ায় আসামি আত্মগোপনে চলে গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।