Nabadhara
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় এলএসডি রোডের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শৈবাল কুমার পাল দিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আতাউর রহমান খান মিলন,সিনিয়র সাংবাদিক রবীন্দ্র সরকার এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।

আলোচনা সভায় বক্তারা বলেন, উদীচী বাংলাদেশের প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার প্রতীক। সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে মানবিক সমাজ ও মুক্তচিন্তার বাংলাদেশ গড়ে তোলাই উদীচীর লক্ষ্য।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশন করেন। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।