আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে দক্ষতা প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীদের সাথে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
লিলিয়েনা ফন্ডসের অর্থায়নে এবং সিডিডি’র সহযোগিতায় আইডিয়াল বাস্তবায়িত “দ্যা মিনিংফুল অ্যান্ড ইনক্লুশন অফ চিলড্রেন অ্যান্ড ইউথ উইথ ডিসঅ্যাবিলিটি ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেইসড রিহ্যাবিলিটেশন” প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটেরিনারি সার্জন ডা. আ. সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সার্ভিস প্রোভাইডার অংশগ্রহণ করেন। ফিল্ড ট্রেইনার মো. আফতাবুর জামানের সঞ্চালনায় মূল আলোচনা উপস্থাপন করেন সিবিআর অফিসার সুব্রত বাছাড় ও সিবিআর ফ্যাসিলিটেটর সাইজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সমাজের সকল সক্ষমতাহীন ও প্রতিবন্ধী শিশু ও তরুণদের মূলধারার দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করা জরুরি। এতে তারা সমাজে স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে।

