Nabadhara
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে জায়গা নেই চাঁদাবাজ-দখলবাজদের: রুহুল কবির রিজভী

নরসিংদী প্রতিনিধি 
অক্টোবর ২৯, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমাজে যারা চাঁদাবাজি করে, মানুষের মনে ভয় সৃষ্টি করে, নদীর বালু বা অন্যের জমি দখল করে—তাদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই।

তিনি বলেন, “সমাজের সজ্জন ও ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, কৃষক—সবাই বিএনপির সদস্য হতে পারবেন। কিন্তু যারা সমাজবিরোধী, চাঁদাবাজ কিংবা দখলবাজ, তারা বিএনপির সদস্য হতে পারবে না।”

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি–২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, “হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে, যারা রক্তাক্ত করেছে জনপদ, তারা বিএনপির সদস্য হতে পারবে না। শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।