আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার হরিনগর পল্লীতে গত ১৭ অক্টোবর বিকাল ৫টায় আবুল হাশেম গাজীর বসতভিটা জবর দখল করার জন্য একই এলাকার জাহাঙ্গীর, নজরুল ও আসলাম সহ ৮/৯ জন দেশীয় অস্ত্র নিয়ে মূল্যবান গাছ গাছালি কাটতে থাকে । এ সময় আবুল কাশেমের পুত্র আলতাফ হোসেন প্রতিবাদ করলে আসামী জাহাঙ্গীর আলম লোহার প্রাস দিয়ে তার মুখে জোরে আঘাত করলে ৩টি দাত ভেঙে যায় এবং রক্তাক্ত জখম হয়।
এ সময় তার ডাক চিৎকারে বোন ছুটে আসলে তাকে দখলকারীরা মারপিট করে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তার শাড়ি কাপড় টানা ছেচড়া করে শীলতাহানি ঘটায়।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্যামনগর সরকারি হাসপাতালে ভর্তি করে। তবে আলতাফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন। এ ঘটনায় আলতাফ হোসেন বাদি হয়ে গত ২২ অক্টোবার বিজ্ঞ আমলি ৫নং আদালত ( শ্যামনগর) সাতক্ষীরায জাহাঙ্গীর সহ ৯ জনকে আসামি করে সি আর পি ৮৯৪/২৫ মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য পিআইবিতে প্রদান করেছেন।
এ ছাড়া আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শ্যামনগর থানা কে নির্দেশ দিয়েছেন। অপরদিকে আসামিরা নালিসি জমি দখলসহ তাদেরকে জীবন নাসের হুমকি দিচ্ছে। এদিকে উক্ত জমি নিয়ে শ্যামনগর সহকারি জজ আদালতে আবুল হাশেম গাজী বাদী হয়ে দেং ১৬৬/২৫ মামলা করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলায় বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। অথচ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা উক্ত জমি দখল করতে যায়। যাহা সম্পূর্ণ আইন পরিপন্থী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.