সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে এই মাংস বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সূত্রে জানা গেছে, প্যাকেট আকারে দুম্বার মাংসগুলো সৌদি সরকারের দেয়া উপহার। উপজেলার ৫৫ টি এতিমখানা ও মাদ্রাসার মোট ২ হাজার ৪৭১ জন এতিম, অসহায় শিক্ষার্থীর মাঝে এই মাংস বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাকসহ গণমাধ্যমকর্মি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ।এসময় ইউএনও বলেন, “শতভাগ স্বচ্ছতার সাথে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিশ্বাস করে গণমাধ্যমসহ সকলের সহোযোগিতা থাকলে যেকোনো কাজে স্বাচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.