শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৬ কেজি গাঁজা উদ্ধারসহ একটি গাড়ি ও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ (মান্দবাজ) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, নরসিংদী জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দের নেতৃত্বে এসআই (নিঃ) মোবরাক হোসেন, এসআই (নিঃ) মো. জামিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে কুমিল্লার কাইয়ুম ও মাধবপুরের সাগর নামের দুই ব্যক্তি যোগসাজশে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে একটি মিতসুবিশি গাড়ি (নম্বর: ঢাকা মেট্রো-ঘ-১১-৮৯১৩) যোগে নরসিংদীর দিকে আসছে।
এ তথ্যের ভিত্তিতে সকাল ৯টা ৪৫ মিনিটে রায়পুরার মাহমুদাবাদ এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট বসায় ডিবি পুলিশ।
পরে সকাল ১০টা ২৫ মিনিটে সন্দেহভাজন গাড়িটি চেকপোস্টের কাছে এলে চালক পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে এবং চালককে হেফাজতে নেয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিতসুবিশি গাড়িটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইবাদুল ইসলাম (৪৮), পিতা মৃত আজাহার আলী মোল্লা, সাং—সিলনা, থানা ও জেলা—গোপালগঞ্জ।
ঘটনার বিষয়ে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.