হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে নতুন একটি কমিটি গঠনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি।
বুধবার (৩০ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক (মানবজমিন) বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে হোসেনপুর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের ঐক্য, সহযোগিতা ও পেশাগত কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিবৃতিতে তারা জানান, সম্প্রতি কিছু ব্যক্তি প্রেসক্লাবের নাম ব্যবহার করে নতুন একটি কমিটি গঠন করেছে, যা সাংবাদিক সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা আরও বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটির বাইরে কোনো ব্যক্তি বা সংগঠন প্রেসক্লাবের নামে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করার অধিকার রাখে না।
সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকতার পবিত্র পেশাকে কলুষিত করার যে কোনো অপচেষ্টা রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রেসক্লাবের নাম ভাঙিয়ে গঠিত অবৈধ কমিটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তারা হোসেনপুরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে পেশার মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.