Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

একডালায় ইছামতী নদীর বাঁশের সাঁকোয় ওঠার দুইপাশে ইট বিছিয়ে স্বস্তি ফিরে পেলো তিন উপজেলার মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

দীর্ঘদিনের ভোগান্তির আপাত অবসান ঘটিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ইছামতী নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোয় ওঠার দুইপাশের রাস্তায় ইট বিছানো হয়েছে। এতে করে সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও ধুনট উপজেলার কয়েক হাজার মানুষের স্বস্তি ফিরেছে।

 

সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর উপজেলার চার ইউনিয়ন) এলাকার একডালা গ্রামে বহমান ইছামতী নদী পারাপারের জন্য কয়েক মাস আগে স্থানীয় উদ্যোগে প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। তবে সাঁকোয় ওঠার দুইপাশের রাস্তা ভেঙে গিয়ে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সম্প্রতি স্থানীয় যুবক আসাদুল ইসলাম নিজ উদ্যোগে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে পূর্বপাড়ের দেড়শ ফুট এবং পশ্চিমপাড়ের আড়াইশ ফুট রাস্তা ইট বিছিয়ে মেরামত করেন।

 

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেরামতের পর এখন রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, মোটরসাইকেলসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।

ধুনট উপজেলার ভ্যানচালক রনজু মিয়া বলেন, “আগে রাস্তা ভাঙা থাকায় সাঁকোয় ওঠাই যেত না। এখন ইট বিছিয়ে দিয়েছে, যাতায়াতে অনেক সুবিধা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “আমাগোরে গাঁয়ের আসাদুল আগেও এই সাঁকো বানাইছিল। এখন দুইপাড়ের রাস্তায় ইট দিছে, গাড়ি নিয়াও যাওয়া যায়।”

রাস্তা ও সাঁকো মেরামতকারী আসাদুল ইসলাম বলেন, “প্রতিদিন মানুষের কষ্ট দেখি, দুর্ঘটনাও হয়। কেউ কিছু না করায় নিজেই উদ্যোগ নিছি। কিছু কাজ এখনো বাকি। আশা করি সরকারিভাবে এখানে একটা পাকা ব্রিজ হবে।”

এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান জানান, “খুব শিগগিরই ওই স্থানে সমীক্ষা চালানো হবে। বরাদ্দ সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যেই সেখানে একটি পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।