দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষায় এবার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটির বিভিন্ন ট্রেডের ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে সব শিক্ষার্থী উচ্চতর গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় কেউই একাদশ শ্রেণি উত্তীর্ণ হতে পারেনি। নিয়ম অনুযায়ী তারা দ্বাদশ শ্রেণিতে উন্নীত হবে, তবে পরবর্তীতে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে।
অকৃতকার্যের বিষয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাব্বি বলেন, পরীক্ষায় সবাই ফেল করবে এটা মেনে নেওয়া যায় না। আমরা অনেকেই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি, তাতেও পাস করার মতো নম্বর পাওয়ার কথা। আমরা বোর্ড চ্যালেঞ্জ করবো। প্র্যাকটিক্যাল নম্বর কীভাবে দেওয়া হয়েছে, সেটিও দেখা দরকার। আমাদের মনে হয়, উচ্চতর গণিত বিষয়ের শিক্ষকের দুর্বলতাও থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, এতগুলো শিক্ষার্থী একজনও পাস করেনি, এটা অত্যন্ত দুঃখজনক। এখানে শিক্ষকদের অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা দরকার।
তবে অভিযোগের বিষয়ে উচ্চতর গণিতের শিক্ষক মশিউর রহমান বলেন, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হয়নি, পড়ালেখাতেও ছিল দুর্বলতা। সেই কারণেই সবাই অকৃতকার্য হয়েছে। এখানে আমাদের কোনো গাফিলতি ছিল না।
হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান জানান, চলতি বছরের একাদশ শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষায় ৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। সবাই উচ্চতর গণিতে অকৃতকার্য হয়েছে। গত সোমবার (২৭ অক্টোবর) আমরা ফলাফল হাতে পেয়েছি। নিয়ম অনুযায়ী তারা দ্বাদশ শ্রেণিতে উঠবে এবং পরবর্তীতে পুনরায় ওই বিষয়ে পরীক্ষা দিবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.