খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাশের ডিএসও রাতুলকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত রাতুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
বিকাশ কর্মকর্তা মাহিদুজ্জামান সানি জানান, রাতুল তেরখাদা উপজেলায় ডিএসও হিসেবে কর্মরত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার বিভিন্ন স্থান থেকে নগদ টাকা সংগ্রহ করে খুলনার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। কত টাকা ছিনতাই হয়েছে তা রাতুল নিশ্চিতভাবে বলতে পারেননি।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি জানান, “ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.