শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাতটি ইউনিয়নের ৮৭০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার, গম, ডাল ও সূর্যমুখী বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য–সচিব কৃষিবিদ মো. সিফাত-আল-মারুফ জানান, উপজেলার সাতটি ইউনিয়নে ২০২৫–২৬ অর্থবছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮৭০ জন কৃষককে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার, গম, ডাল ও তেলবীজ দেওয়া হয়েছে।
এর মধ্যে ৩৫০ জনকে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ২০০ জনকে জনপ্রতি আধা কেজি মুগডাল বীজ, ২৩০ জনকে জনপ্রতি ১ কেজি সূর্যমুখী বীজ, ৭০ জনকে জনপ্রতি ৮ কেজি খেসারী বীজ, ২০ জনকে জনপ্রতি ২০ কেজি গম বীজ এবং প্রত্যেক চাষিকে জনপ্রতি ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
সার ও বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.