দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ছাত্র জনতা’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম গোলাম কবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহীন, নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান বাপ্পি ও জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় গুরুতর অনিয়ম, প্রশ্নফাঁস ও টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার মতো দুর্নীতির ঘটনা ঘটেছে। তারা বলেন, “এমন অপকর্ম প্রশাসনিক অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই, এই বিতর্কিত পরীক্ষা স্থায়ীভাবে বাতিল ঘোষণা করে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় পরীক্ষা আয়োজন করা হোক।”
বক্তারা আরও দাবি করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি যারা মিথ্যা তথ্য ও মব সৃষ্টি করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও সংহতি প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.