Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে স্টেকহোল্ডার সম্পৃক্ততা ও দ্বন্দ্ব প্রবণ এলাকা চিহ্নিতকরণ বিষয়ে প্রকল্প পরিচিতি সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 
অক্টোবর ৩০, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনিতে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকায় সামাজিক সংহতি গড়ে তোলা এবং সংঘাত প্রতিরোধ, প্রকল্পের স্টেক হোল্ডারদের সম্পৃক্ততা এবং দ্বন্দ্ব প্রবণ এলাকা চিহ্নিতকরণ বিষয়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  সকাল ১০টায় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জি এম আল-ফারুক, প্রভাষক ইয়াহিয়া ইকবাল আলোচনা রাখেন।এছাড়া স্থানীয় নাগরিক নেতৃবৃন্দ, শিক্ষক, ১১টি ইউনিয়নের যুবক ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কার্যক্রমের প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী কাজী মফিজুর রহমান। বাংলাদেশস্থ কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে প্রকল্পটি সাতক্ষীরা জেলার চারটি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্প কার্যক্রমে যুবরা সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাথে সাথে সকল শ্রেণীর জনগণ স্থানীয় পর্যায়ে সম্প্রীতি সুরক্ষায় স্থানীয় পর্যায়ে নানা রকম উদ্যোগ গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।