দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসসে বিএনপি দরীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, গণভোটের নামে দেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তা এ দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত নামের ইসলামী দলটি কয়েকদিন আগে পিআর নামে এক ভুতুড়ে ব্যবস্থার কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করেছিল। কিন্তু যখন তারা বুঝতে পারলো, বাংলাদেশের মানুষ এই ব্যবস্থা মেনে নেবে না এবং ব্যালটে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তখন তারা পিআর থেকে সরে আসে। এখন আবার গণভোটের নামে আরেকটি ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে। তবে দেশের মানুষ এই ষড়যন্ত্রও মেনে নেবে না।
শরীফ উদ্দিন জুয়েল আরও বলেন, যতই পাঁয়তারা করুন না কেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্র করে লাভ নেই, ষড়যন্ত্রের দিন শেষ। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং জনগণের রায়ে নিজের জনপ্রিয়তা যাচাই করুন।
তিনি অভিযোগ করে বলেন, দৌলতপুরে একটি পক্ষ কিছু সংবাদকর্মীকে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে।
আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবাদ কর্মীদের পাশে রয়েছে। যদি কেউ সাংবাদিকদের হুমকি দেয়, আমরা সাংবাদিক ভাইদের পাশে থেকে হুমকি দাতাকে দাঁতভাঙা জবাব দিব।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো বিভ্রান্তিতে কান দিবেন না। দল যাকে মনোনয়ন দিবে, আমরা সকলে তার পক্ষেই কাজ করব। মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন।
সমাবেশের আগে শরীফ উদ্দিন জুয়েল বৃক্ষরোপণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্ম-আহবায়ক জাফর ইকবাল কর্নেল।
সমাবেশ শেষে একটি বিশাল র্যালি দৌলতপুর থানা বাজার থেকে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। যুবদলের সমাবেশ ও র্যালিতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়। দৌলতপুর উপজেলা যুবদল সমাবেশ ও র্যালির আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.