Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ৯ ঘন্টা পর অপহৃত নারী জীবিত উদ্ধার

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে অপহরণের ৯ ঘন্টা পর অপহৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০) অক্টোবর সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। আজ সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকা থেকে ওই নারীকে অপহরণ করে তার সাবেক স্বামী ও সহযোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়গোনষ্টিক সেন্টারের সামনে থেকে বন্যা খাতুন (২৬) নামে এক নারীকে পূর্ব পরিকল্পিভাবে জোরপূর্বক অপহরণ করে তার সাবেক স্বামী আবু বক্কর সিদ্দিক (৩৫) ও তার সহযোগীরা। ঘটনার পর অপহরণের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে দাড়িয়ে আছে। কিছুক্ষণ পর কালো বোরকা পরিহিত নারী বন্যা খাতুন সাদা মাইক্রোবাসটি অতিক্রম করার সময় তার গতি রোধ করেন দুই ব্যক্তি। তাদের কথোপকথনের এক পর্যায়ে মাইক্রোবাস থেকে একজন দ্রুত গতিতে নেমে এসে বন্যা খাতুনকে জোরপূর্বক জড়িয়ে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।আশপাশে আস্তে আস্তে কিছু মানুষ এগিয়ে আসলেও কেউ বাঁধা দেয়নি। এরপর থেকে অপহরণের ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অপহৃত নারীর বাবা চান মিয়া (৫৫) বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৯ ঘন্টা পর অপহৃত নারীকে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করে।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুস সাকিব জানান, অপহরণের ঘটনায় পুলিশ তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়। জামালপুর সদর থানা পুলিশ ও বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ একটি দল অভিযান চালিয়ে অপহৃত নারীকে জীবিত উদ্ধার করে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। অপহরণকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।