 
     দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব.) আব্দুল মজিদ এর দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আছর দৌলতপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এরআগে দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাতে দৌলতপুর কলেজের বর্তমান উপাধ্যক্ষ ও সাবেক উপাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অংশ নেন। দৌলতপুর কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব.) আব্দুল মজিদ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলিল্লাহী রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। আব্দুল মজিদ এর মৃত্যুতে দৌলতপুর কলেজ পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.