 
     নবধারা ডেস্ক
নবধারা ডেস্ক
জুম্মার দিন ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ। এই দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর উম্মতকে বহুবার স্মরণ করিয়েছেন।
হাদীস থেকে জানা যায়, জুম্মার দিন সকালে নবী করিম (সা.) গোসল করতেন, পরিষ্কার পোশাক পরিধান করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। তিনি সময়মতো মসজিদে যেতেন এবং খুতবা মনোযোগ দিয়ে শুনতেন।
এ দিন তিনি বেশি বেশি দরুদ পাঠ ও দোয়া করার পরামর্শ দিতেন। বিশেষ করে আসরের পর এক সময় আছে, যখন দোয়া কবুল হয়—এ সময়টিতে তিনি দোয়া করতে উৎসাহিত করতেন।
জুম্মার দিন সূরা আল-কাহফ পাঠ করাও নবী (সা.)-এর সুন্নত হিসেবে বর্ণিত হয়েছে। তিনি তাঁর সাহাবিদের এ দিনে দান ও ইবাদতে উৎসাহী হতে বলতেন।
সর্বপরি, জুম্মার দিন নবী করিম (সা.) ইবাদত, পবিত্রতা, দোয়া ও দরুদে নিজেকে ব্যস্ত রাখতেন এবং উম্মতকেও সেই পথে চলার তাগিদ দিতেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.