ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ১২০ কার্টুন (প্রায় ১২শ কেজি) নকল সার ‘গ্রোজিংক প্লাস’ জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, পুরাপাড়া বাজার সড়কে একটি নসিমন বোঝাই করে নকল সার পরিবহন করা হচ্ছিল। এ সময় প্রশাসন গাড়িটিকে আটক করে সারগুলো জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করে। পরে নসিমন চালক শহিদুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নসিমন চালক শহিদুল জানান, “বোয়ালমারী উপজেলার সস্রাইল বাজার থেকে ডিলার জামিল পুরাপাড়া বাজারের এক সারের দোকানে সারগুলো পাঠিয়েছিল। আমি শুধু গাড়ি চালিয়েছি, সার নকল কিনা জানতাম না।”
উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুরাপাড়া বাজারে নকল সার সরবরাহ করা হচ্ছে। পরে ইউএনও মহোদয়কে নিয়ে অভিযান চালিয়ে ‘গ্রোজিংক প্লাস’ নামে ১২শ কেজি নকল সার জব্দ করি এবং তা ধ্বংস করি। সিনজেন্টা কোম্পানির ‘গ্রোজিন’ নামের সার হুবহু অনুকরণ করে বাজারে এই নকল পণ্য বিক্রি করা হচ্ছিল।”
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, “কৃষি কর্মকর্তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল সার জব্দ ও ধ্বংস করা হয়েছে। চালককে জরিমানা করা হয়েছে। কৃষকদের যেন কোনোভাবে ক্ষতি না হয়, সে জন্য বাজারে সারের দোকানগুলো নিয়মিত মনিটরিং করা হব।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                