 
     ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে স্বেচ্ছায় জুলাই আন্দোলনের সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার এবং সকল ধরনের সুযোগ-সুবিধা ত্যাগের আবেদন করেছেন আবরার নাদিম ইতু (২৭) নামের এক আহত জুলাই যোদ্ধা। তার গেজেট নম্বর ২৪৮৯।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিতভাবে এই আবেদন জমা দেন তিনি। জেলা প্রশাসকের (ডিসি) পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন আবেদনপত্রটি গ্রহণ করেন।
আবেদনে আবরার নাদিম ইতু উল্লেখ করেন, “জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা— দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গঠনের অঙ্গীকার করেছিল— তা বাস্তবে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।”
তিনি আরও লেখেন, “বিশেষ করে ফরিদপুরে প্রশাসনিক অনিয়ম, সিন্ডিকেট ও দুর্নীতি এখনো বহাল আছে। পূর্বের মতোই অনিয়ম চলমান। তাই আমি আমার নাম সরকারি গেজেট ও মাসিক ভাতা (যদিও আমি গ্রহণ করিনি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
আবরার নাদিম ইতু সংবাদমাধ্যমকে বলেন, “আমরা যে চেতনা ও আদর্শ নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলাম, তার প্রতিফলন এখন আর দেখি না। চারদিকে দুর্নীতি, ক্ষমতার লোভ ও স্বার্থসিদ্ধির প্রতিযোগিতা চলছে। এই বাস্তবতায় আমি সরকারি স্বীকৃতি ও সুবিধা থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, “স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সকল সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের একটি আবেদন আমরা পেয়েছি। আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানো হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.