Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে বিজিবির অভিযানে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সদর উপজেলার চাঁনপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে ৪৯ বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তির নাম বাসার শেখ। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে। তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশির সময় তার কোমরের বেল্টের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি পাওয়া যায়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাসার শেখ জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।