 
     জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
বহু প্রতীক্ষার পর অবশেষে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির সাময়িক অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। চিলাহাটি-ঢাকা রুটে চলাচলকারী এই ট্রেনটি দীর্ঘদিন ধরে আক্কেলপুরে না থামায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব ফাতেমা-তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, “চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আক্কেলপুর স্টেশনে সাময়িকভাবে যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হলো। পরবর্তী সময়ে আয়-ব্যয়ের বিষয় বিবেচনা করে এটি স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হবে।”
রেলপথ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে আক্কেলপুরসহ আশেপাশের এলাকার সাধারণ যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি নেমে এসেছে। বহুদিন ধরেই স্থানীয়রা ট্রেনটির আক্কেলপুরে যাত্রাবিরতির দাবিতে আন্দোলন, স্মারকলিপি ও মানববন্ধন করে আসছিলেন।
আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল বলেন, “এটি আক্কেলপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। রেলপথ মন্ত্রণালয় আমাদের দাবির বিষয়টি বাস্তবায়ন করায় আমরা অত্যন্ত আনন্দিত। এই স্টেশনে ক্ষেতলাল, বগুড়ার দুপচাচিয়া, নওগাঁর বদলগাছি ও পত্নীতলার মানুষও উপকৃত হবে। আশা করি, এই সাময়িক অনুমতি দ্রুত স্থায়ী রূপ পাবে।”
স্থানীয় অনলাইন কর্মী আরমান হোসেন কানন বলেন, “চিলাহাটি এক্সপ্রেস থামলে উত্তরাঞ্চলের জেলা শহরগুলোতে যাতায়াত আরও সহজ হবে। শুরু থেকেই এখানে যাত্রাবিরতি থাকা উচিত ছিল।”
পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার শিক্ষক নূর হোসেন জানান, “আমরা এ সিদ্ধান্তে খুবই খুশি। এখন চাই এটি দ্রুত বাস্তবায়ন হোক।”
তবে আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার রেহেনা পারভীন বলেন, “চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি নিয়ে আমরা অনেক দিন ধরে শুনছি। তবে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আদেশ হাতে পাইনি।”
স্থানীয়দের আশা, আক্কেলপুরে ট্রেনটির যাত্রাবিরতি কার্যকর হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও যাত্রীবান্ধব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.