নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।
সম্প্রতি একটি প্রতারক চক্র নিজেদের ইউএনও ও এসিল্যান্ড পরিচয় দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের কাছে ফোন করে “চা-নাস্তার খরচ” ও বিভিন্ন অজুহাতে টাকা দাবি করছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ফোনকল সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। এ বিষয়ে কেউ যেন বিভ্রান্ত না হন, সেই আহ্বান জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান বলেন, “আমাদের নামে কেউ যদি চা-নাস্তা বা অন্য কোনো আর্থিক সহায়তার জন্য ফোন করে, তা বিশ্বাস করবেন না। এমন কল পেলে দ্রুত থানায় জানান।”
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে। প্রতারক চক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সাধারণ জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে এবং এমন কোনো সন্দেহজনক কল পেলে সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                 
                                 
                                 
                                