 
     নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি 
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবেই। এক দল একভাবে বলবে, অন্য দল অন্যভাবে — এটাই গণতন্ত্রের নিয়ম। তবে কোনো উত্তাপই আসন্ন নির্বাচন ঠেকাতে পারবে না। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু সিদ্ধান্ত যাই হোক না কেন, ১৫ ফেব্রুয়ারির আগেই—ফেব্রুয়ারির প্রথমার্ধে—নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার সে বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ, একে ঠেকানোর মতো কোনো শক্তি নেই।”
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত “মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সবার প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গল, গণতন্ত্রের স্বার্থ এবং সব দলের কল্যাণে কাজ করছেন। ইতোমধ্যে সরকার ‘জুলাই সনদ’ ঘোষণা করেছে এবং তাতে স্বাক্ষরও সম্পন্ন হয়েছে। বিভিন্ন কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে, বিচারকার্য চলছে। আগামী ১৮ তারিখ শেখ হাসিনার ট্রায়ালের বিষয়ে আদালত দিন ঘোষণা করতে পারে। সরকারের নানা গুরুত্বপূর্ণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমি। এছাড়া বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.