নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন নান্দাইল পৌরসভার চারআনিপাড়া গ্রামের প্রবীণ বিএনপি নেতা এমএ কাদির (খোকন ভূঁইয়া)।
শুক্রবার (৩১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমএ কাদির জানান, ১৯৭৮ সাল থেকে তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
তিনি বলেন, “দল ও এলাকার উন্নয়নে আমি সবসময় নিবেদিত ছিলাম, ভবিষ্যতেও থাকব। দলের মনোনয়ন পেলে জনগণের সেবা করার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করব।”
এমএ কাদির বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে নান্দাইল আসনে একাধিক প্রার্থী মনোনয়নের প্রস্তুতি নিচ্ছেন। তবে এমএ কাদির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা ও দলীয় নিবেদন দিয়ে ইতিমধ্যে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.