ঝিনাইদহ প্রতিনিধি
কৃত্তিম সংকট তৈরী করে কালো বাজারে সার বিক্রি করলে ডিলারদের জায়গা হবে করাগারে। কৃষকের কাছে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিলসহ সাব-ডিলারদেরও জেল জরিমানার নির্দেশ দিলেন এ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান।
শুক্রবার শৈলকুপা পাবলিক হল ও অডিটরিয়ামে বিসিআইসি স্যার ডিলারদের সাথে মাদক বিনিময় কালে হুশিয়ার দিয়ে তিনি আরো বলেন দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে। কৃষি বাঁচাতে হলে ঠিকমত সার সরবরাহ থাকতে হবে।
শৈলকুপা কৃষি অফিসের তথ্যমতে শৈলকুপাতে সারের কোন সংকট নেই, যেহেতু এখানে পেয়াজের চাষ বেশি, প্রয়োজনে তিনি এ উপজেলায় অতিরিক্ত সার বরাদ্ধের ব্যবস্থা করবেন। তবুও ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে কেউ সার বিক্রি করতে পারবেন না। এরপরও যদি ডিলাররা কৃষকদের ঠিকমত সার না দেন দরকার পড়লে কৃষকেরা ডিলারদের গুদাম ঘেরাও করবে বলেও তিনি হুশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.