Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‘জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’ — বিএনপি নেতা সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
অক্টোবর ৩১, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, “একটি জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কারণ শিক্ষকরা শুধু জ্ঞান বিতরণ করেন না, তারা নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেন।”

 

তিনি আরও বলেন, “দক্ষ মানবসম্পদ তৈরি, নৈতিক মূল্যবোধ জাগানো এবং একটি উন্নত সমাজ গঠনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। শিক্ষকতা হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন ও মহান পেশা। ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য।”

 

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) দুপুরে মাগুরার মহম্মদপুর সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপি নেতা মো. মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বিএনপি নেতা অ্যাড. রোকুনুজ্জামান খান, অ্যাড. মনিরুল ইসলাম মুকুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মিথুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহিদুল ইসলাম ও মো. আকতারুজ্জামান বিল্লাহ।

 

এছাড়াও বক্তব্য রাখেন বসুরধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান, শিক্ষক মো. সিরাজুল ইসলাম ও শিক্ষক মো. আবু আক্কার প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।