Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে ইসলামী সরকারের বিকল্প নেই” খুলনায়–মিয়া গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে বলেছেন, দেশে পরিবর্তন আনা সময়ের দাবি। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নভেম্বরে গণভোট আয়োজন করা হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব।”

জামায়াতের ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সনাতন হিন্দু সম্প্রদায়ের সম্মানার্থে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন হিন্দু কমিটির নেতারা। অনুষ্ঠান শেষে একটি বিশাল গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “স্বাধীনতার পর থেকে যারা দেশ চালিয়েছে, তারা হিন্দু সম্প্রদায়ের কল্যাণকে প্রাধান্য না দিয়ে শুধু নিজেদের ভাগ্যোন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে। এবার প্রয়োজন ইসলামী সরকারের, যা হিন্দু সম্প্রদায়ের উন্নয়ন ও অবকাঠামো সংস্কারে অঙ্গীকারবদ্ধ। যারা হিন্দুদের ভয় দেখাচ্ছে, এবার তারা সফল হবে না। জনগণ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার রক্ষা করবে।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তন আনতে চাই। লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। এখন শুধু জামায়াতের দাড়িপাল্লাই বাকী। ছাত্র সমাজ চব্বিশের আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তনের বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে সেই বার্তা আরও শক্তিশালীভাবে দেশবাসী দেখাবে, ইনশাআল্লাহ।”

উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন এডভোকেট আবুল খায়ের, প্রমত গাইন, শোভনা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার, প্রশান্ত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম কুমার মন্ডল, পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ সরদার, মাগুরখালী ইউনিয়ন সহ-সভাপতি সুজিৎ কুমার সরকার, ডুমুরিয়া সার্বজনীন পূজা মন্দির সহ-সভাপতি এ্যাডভোকেট আপোষ সিংহ, ধামালিয়া ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুন্ডু প্রমুখ।

সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিয়ন ও কমিটির নেতারা উপস্থিত ছিলেন এবং হিন্দু সম্প্রদায়ের কল্যাণ, শান্তি ও সামাজিক উন্নয়নের বিষয়ে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।