এম এ ফয়সাল,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছে। আহতরা তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে ।
এলাকাবাসী ও আহতের পারিবারিক সূত্রে জানাযায়, খানপুর গ্রামের আমজাত সরদারের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে একই গ্রামের রবিউল সরদারের ছেলে মিলন সরদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
হাবিবুর রহমান জানান, মিলন সরদার গং আমাদের পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। এজন্য গত ২৬ অক্টোবর তালা থানায় চারজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করি। তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে আমার মা আলেয়া বেগম বাড়িতে একা ছিলেন। এসময় প্রতিপক্ষ মিলন সরদার লোকজন নিয়ে হামলা চালিয়ে বাশের আঘাতে তাঁর মাথা ফাটিয়ে দেয় এবং মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে আমি ও আমার বাবা বাড়ি ফিরলে আমাদের সকলের উপর হামলা চালায় । পরে ঘরের জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                    
 
                                 
                                 
                                 
                                