মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আনারবাড়ি নদীঘাটে গোসল করতে নেমে ৫ জন শিশু নিখোঁজ হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করেছে, তবে এখনও দুইজন নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বেলা দুইটার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে ১০-১২ জন শিশু একসাথে নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে ৫ জন হঠাৎ স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে রাত পর্যন্ত তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহতদের মধ্যে রয়েছেন— সিঙ্গাপুরপ্রবাসী দুদু মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র আবু হাসান, তার বোন মরিয়ম (৫ম শ্রেণি) এবং তাদের ফুপাতো বোন নরিন (৩য় শ্রেণি)। বাকি দুইজনের সন্ধান এখনো পাওয়া যায়নি।
সিধুলী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া বেগম বলেন, “ঘটনার সময় নদীতে অনেক শিশু গোসল করছিল। একসাথে পাঁচজন ডুবে যায়। খবর পেয়ে সবাই ছুটে এসে উদ্ধার চেষ্টা করে কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়।”

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                