কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা যাত্রীছাউনিটি অবশেষে অপসারণ করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরনো ছাউনিটি ভাঙার কাজ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে যাত্রীদের সুবিধার্থে নির্মিত ছাউনিটি দীর্ঘদিন অব্যবহৃত থেকে জরাজীর্ণ হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এর ছাদ ও কাঠামো ভেঙে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ছিল তীব্র উদ্বেগ।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, জনসুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত এই স্থাপনাটি সরিয়ে ফেলা হয়েছে। “জনগণের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। তাই পুরনো ছাউনিটি অপসারণ করা হয়েছে,” বলেন তিনি।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “দীর্ঘদিনের ঝুঁকি থেকে এখন রেহাই মিলেছে। আশা করি দ্রুত নতুন ও নিরাপদ একটি ছাউনি নির্মাণ করা হবে, যাতে যাত্রীরা স্বস্তিতে বসতে পারেন।”

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                 
                                 
                                 
                                