জামালপুর প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে জামালপুরের ৮ জন শিক্ষার্থী গুরুত্বপূর্ণ পদে স্থান করে নিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে জামালপুরের শিক্ষার্থীদের নির্বাচিত হওয়া বিশ্ববিদ্যালয় ও জেলার রাজনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
জামালপুর শহরের আমলাপাড়া এলাকার মাহী মোস্তফা নাহীন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া মাদারগঞ্জের মাসুদ রানা সহ-সাধারণ সম্পাদক, মেলান্দহের সোয়াইব হাসান তন্ময় সহ-সাংগঠনিক সম্পাদক, সরিষাবাড়ির ইশতিয়াক আহমেদ রাহাত সহ-কার্যক্রম প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সদস্য পদে রয়েছেন সদর উপজেলার মোঃ খালেদ মাহমুদ, সরিষাবাড়ির রাহী ইবনে সরোয়ার, ইসলামপুরের আহসানুল্লাহ আকাশ এবং সদর উপজেলার শুভ শেখ।
মাহী মোস্তফা নাহীন বলেন, “আমরা ২০২২ সালের কঠিন সময় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পতাকা বহন করছি। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। সবার দোয়া চাই যেন আমরা জনসেবার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি।”
জামালপুরের শিক্ষার্থীদের এই অংশগ্রহণ শুধু সংগঠনের ভৌগোলিক বৈচিত্র্যই নয়, বরং তরুণ নেতৃত্বের সম্ভাবনাকেও সামনে এনেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই নেতৃত্ব ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল ও সক্রিয় করবে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                