খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর মধ্যপাড়ায় শুক্রবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১০ম ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা।
মোকামপুর মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে এবং উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা মুন্সির মাহামুদ হাসান সজীব, সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মোহাম্মদ ফোরকান হোসেন, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদল নেতা মোঃ আব্দুল মজিদ মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন।
উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর।
এছাড়াও উপস্থিত ছিলেন, নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি শেখ,
খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম সোহাগ,তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শিব্বির আহমেদ সুমন,ছাত্রদলের সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ অদুত হোসেন,
রূপসা কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ মাহমুদুল হাসান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব গোলাম নবী ফকির, এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোহাম্মদ মোস্তাকিন, মোহাম্মদ রাকিব, ইমরুল মোল্লা, রাকিব সিকদার, মোঃ শুভ, মোঃ রনি, শাহিন আলম, হাসিব ফকির, আবির মুন্সি, রমজান, সুজন মোল্লা, হুসাইন এবং রাতুলসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা দেখতে নদীপাড়ে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। দিনভর প্রতিযোগিতা ও উৎসবমুখর আয়োজনটি মোকামপুর এলাকায় প্রাণের সঞ্চার ঘটায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.