ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন ওলামা দলের কর্মী সম্মেলন শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। প্রধান বক্তা ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুইয়া, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা হাফেজ মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল হক, লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজি, সাধারণ সম্পাদক ইয়াসিন রিপন মেম্বার, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক ওমর ফারুক এবং সদস্য সচিব মোস্তফা কামাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছাইদুল করিম ভূইয়া, জেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আবদুল্লাহ আল মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রোমেল, সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গনি প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, ওলামা দলের কর্মীরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ইসলামী মূল্যবোধ, ন্যায্যতা ও নৈতিকতার ভিত্তিতে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

