ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে এক গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি কুখ্যাত অপরাধী মোঃ শরীফুল ইসলাম ওরফে ‘ডন শরীফ’ র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। তার সহযোগী মোঃ রায়হান মোল্লাকেও আটক করা হয়েছে। ডন শরীফের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।
র্যাব-১০ এডিশনাল ডিআইজি মো কামরুজ্জামান শনিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের গোয়ালচামোট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় মঞ্জু রানী দাস নামে এক গৃহবধূকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে তার কানের দুল ছিনিয়ে নেয়। পুরো ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে।
প্রযুক্তিগত নজরদারি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১০, সিপিসি–৩ ফরিদপুর ক্যাম্পের দল আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। গতকাল (শুক্রবার) সালথা থানা এলাকায় অভিযান চালিয়ে ডন শরীফ ও রায়হান মোল্লাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১.৫ কেজি গাঁজা, খেলনা পিস্তল, ধারালো সুইচ গিয়ার, ক্ষুর এবং পাবনা থেকে চুরি করা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে পথচারীদের টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত এবং মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। গ্রেফতার হওয়া ডন শরীফ ২০১৮ সালে ফরিদপুরের স্টাফ নার্স অরুনিমা ভৌমিক হত্যা মামলারও প্রধান আসামি।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                 
                                 
                                 
                                