Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবয়” এ স্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।

১ নভেম্বর, ২৫ ইং তারিখ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি  র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিজানুর রহমান ও শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, জেলা কমিটির সাবেক সদস্য ইমরান বাশার, কুলিয়ার ৪বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত কুলিয়া সেচ ও কৃষি খামার সমিতির সভাপতি বাসুদেব কুমার মন্ডল, ভাতশালা অনিকেত আলাম ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকরবৃন্দ।

সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রাম, গ্রাম থেকে উপজেলা ও উপজেলা থেকে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এছাড়া প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, কৃষি, পশুপালন, মৎস্য চাষ, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কোন সমবায় সমিতির বিরুদ্ধে কোন অনিয়ম পেলে সেগুলোর রেজিষ্ট্রেশন বাতিল করা হবে বলে ইউএনও মিলন সাহা জানান। শেষে সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।