শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সাম্য ও সততায় দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর) এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোল্লা সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির নারী-পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

