কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীসহ সমবায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমবায় হলো উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার। দেশের গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন, নারীর অংশগ্রহণ ও স্বনির্ভরতা অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে শ্রেষ্ঠ সমবায় কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ কয়েকটি সমবায় সমিতিকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
স্মারক সম্মাননা গ্রহণের পর সমবায় সমিতির সভাপতি ও পরিচালকবৃন্দ বলেন, “সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, এটি মানুষের পারস্পরিক সহযোগিতা ও আস্থার প্রতীক। আমরা দলগতভাবে কাজ করেছি বলেই সফলতা অর্জন করেছি। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের যৌথ উদ্যোগের মাধ্যমে আরও এগিয়ে যেতে চাই।”
আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে সমবায় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.