নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও ৩১ দফা সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র ঘোষণা মঞ্চ ঘোষিত এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
শনিবার (১ নভেম্বর) দুপুরে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তিনি ১৫৩, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
ভাসানী জনশক্তি পার্টির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন,
“দেশে টেকসই গণতন্ত্র ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ৩১ দফা সংস্কার এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হবে না।”
সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির যুগ্ম মহাসচিব প্রফেসর হারুন অর রশীদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে এমপি প্রার্থীর পরিকল্পনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.