Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রতিযোগিতায় দুই নারী নেত্রী

ঝালকাঠি প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

জাতীয়তাবাদের আদর্শের ইসলামি মূল্যবোধে বিশ্বাসী, ওলি আউলিয়া এবং ধর্মপ্রান মানুষদের জনপদ খ্যাত ঝালকাঠি। স্বাধীনতার পরবর্তী সরকারের প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে বেশীর ভাগ সময়ে সুষ্ঠনির্বাচন পরবর্তী বিএনপির দখলে ছিল। ২০২৪ এর ৫ আগস্ট জুলাই আন্দোলনে গনঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে নতুন বাংলাদেশে গনতন্ত্র এবং ভোটাধিকারের প্রয়োগে আশায় বুক বেধেছে দেশবাসী। সেই লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঝালকাঠি-২ আসনের পুরুষ এর পাশাপাশি মনোনয়ন যুদ্ধে নেমেছেন জাতীয়তাবাদী আদর্শের দুই মহীয়সী নেত্রী।

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর – নলছিটি) আসন থেকে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীক পেতে মনোনয়ন প্রত্যাশী বিএনপি

কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেবা আমিনা আল গাজী দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সভা সেমিনার, জনসংযোগ, ৩১ দফার লিফলেট বিতরণ, নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দেয়ার জন্য জনমত গঠনে ব্যাস্ত সময় পার করেছেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকে ঝালকাঠি-২ আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন দেয়া হয়েছিলো। আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি তাঁর ওপর এবং তার নিজস্ব গাড়ি তে হামলা করে গাড়ি ভাংচুর করে এবং অনেকে হতাহত হশ। এতেও তাঁকে নির্বাচনের মাঠথেকে সরাতে পারেনি। জেবা আমিনা আল গাজীর বাবা মরহুম ব্যারিস্টার আক্তার উদ্দীন আহমেদের পারিবারিক ঐতিহ্য রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিভিন্ন দেশে সফর সঙ্গী হিসেবে এবং দলের জন্য বেশ ত্যাগী নেত্রী হিসেনে তার সুখ্যাতি আছে।

অপরদিকে সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। যিনি নির্বাচনের মনোনয়ন প্রার্থী হিসেবে নিজকে পরিচিতি এবং কেন্দ্রীয় কমিটির জনপ্রিয়তা যাচাইয়ের মানদণ্ড হিসাবে দলের নেতা কর্মীদের সাথে নিয়ে জনসংযোগ, রাষ্ট্র কাঠামো বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ, সভা সমাবেশ এবং ধানেরশীষে ভোট দেয়ার জন্য জনৃত গঠনে নিরবচ্ছিন্নভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

সর্বপরি দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের সম্পৃক্ত করতে ৩৩% সংখ্যা গরিষ্ঠ সংসদ সদস্য নির্বাচনে এরা ফ্যাকটর হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।