কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠি জেলায় দীনিয়া মাদ্রাসা বোর্ডের আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারস্থ নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসাটি।
এ বছর জেলায় মোট ১৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, এর মধ্যে কৈখালী নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসার ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে এই প্রতিষ্ঠানটির। যা জেলার অন্য যেকোন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি।
২০২৩ সালে যাত্রা শুরু করেও অল্প সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে এখানে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যায়নরত এবং ১০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
দীনিয়া ও নুরানি শাখার পাশাপাশি এখানে রয়েছে হেফজ মাদ্রাসা ও ইয়াতিমখানা, যা এলাকার অনগ্রসর শিক্ষার্থীদের জন্য বিশেষ অবদান রাখছে।
কৈখালী নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন ছয়জন তরুণ শিক্ষানুরাগী। এরা হলেন, মো. রিয়াজুল ইসলাম খান, মো. কামাল হোসেন, মো. নাজমুল হোসেন, মো. ওবাইদুল্লাহ, মো. নুরুন্নবী এবং মো. আল আমিন খান।
স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মতে, তাদের আন্তরিকতা, পরিশ্রম ও দিকনির্দেশনার ফলেই অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
কৈখালী নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসার এই অর্জন শুধু প্রতিষ্ঠান নয়, সমগ্র কাঠালিয়া উপজেলার জন্যই এক গৌরবের বিষয়। এটা দীনিয়া শিক্ষাক্ষেত্রে কাঠালিয়ার গৌরবময় অর্জন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.