হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে হরিশ্যামা পালপাড়ায় এক হিন্দু বাড়িতে ডাকাতি ঘটনায় জড়িত থাকায় সন্দেহে দুর্ধর্ষ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
শনিবার ভোররাতে মাধবপুর পৌর এলাকার পূর্ব মাধপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মিন্নত আলীর ছেলে ছৈয়দ আলীর( ৩৭)ও ফুল মিয়ার ছেলে দুধ মিয়া( ৩৩)। গত বৃহস্পতিবার গভীর রাতে হরিশ্যামা গ্রামের এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতদের হামলায় দেশ কয়েক জন আহত হন।
ডাকাতরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার বেশ কিছু নগদ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনার পর মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যার নেতৃত্বে থানা পুলিশ অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযানে নামে। শনিবার ভোর রাতে দুর্ধর্ষ সৈয়দ আলী , দুধ মিয়া কে গ্রেফতার করে। মাধবপুর ওসি জানান ধৃতদের বিরুদ্ধে ডাকাতি খুন ছিনতাইর অভিযোগে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের রিমান্ডের আবেদন করা হবে।

