সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সান জেনারেল হাসপাতাল। এ লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সমিতির নির্ধারিত ফি সাধারণ মানুষের নাগালের বাইরে। উপকূলীয় এই উপজেলার মানুষের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে সান জেনারেল হাসপাতাল সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
এছাড়া হাসপাতালটি স্বল্পমূল্যে সেবা নিশ্চিত করতে নরমাল ডেলিভারির ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং সিজারিয়ান অপারেশনের ফি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। আবাসিক রোগীদের জন্য সাধারণ বেডের ভাড়া প্রতিদিন ৩০০ টাকা এবং কেবিনের ভাড়া ১২০০ টাকা ধার্য করা হয়েছে, যেখানে কর্তব্যরত চিকিৎসকের ভিজিট চার্জ অন্তর্ভুক্ত।
হাসপাতালের চেয়ারম্যান আলউদ্দিনের সভাপতিত্বে ও জিএম ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—ডা. দেলোয়ার হোসেন হেলাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুর রহমান এবং ডা. এনায়েত উল্লাহ রুবেল।
বক্তারা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা সেবা পৌঁছে দিতেই তাদের এ উদ্যোগ, যা সোনাগাজীর স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.