ফেনী প্রতিনিধি
ফেনীতে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে দ্বিতীয় বিশেষ কারাগার। চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন ১৮০ জন বন্দীকে স্থানান্তর করে ফেনী শহরের পুরাতন জেলা কারাগারকে দ্বিতীয় বিশেষ কারাগার হিসেবে চালু করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) প্রথম পর্যায়ে ২৮ জন বন্দী হস্তান্তরের মাধ্যমে ফেনী কারাগার-২ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর মধ্যে ফেনী জেলা কারাগার-১ থেকে ২১ জন ও লক্ষ্মীপুর কারাগার থেকে ৭ জন বন্দীকে স্থানান্তর করা হয়।
ফেনী জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম জানান, চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে ধাপে ধাপে বন্দীদের এখানে স্থানান্তর করা হচ্ছে। এর মধ্যে ফেনী কারাগার-১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ১১ জন ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দীকে ফেনী কারাগার-২ এ আনা হবে।
তিনি আরও জানান, বাকি বন্দীদের স্থানান্তর কার্যক্রম আগামী কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। নতুন এই কারাগার চালুর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোর বন্দীসংখ্যার চাপ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

